‘দাবাং ৩’ তেও থাকছেন সোনাক্ষি

প্রকাশ: ২০১৬-০৭-৩০ ১৭:৩৫:২৪


Salman.Sonakhsiপ্রথম ছবি দিয়েই বাজিমাত করেছিলেন সোনাক্ষি সিনহা। ২০১০ সালে মুক্তি পায় সোনাক্ষির প্রথম ছবি দাবাং। প্রথম ছবিতেই কাজ করেন সালমান খানের বিপরীতে। ছবিটির পরিচালক ছিলেন অভিনাভ কাশ্যপ। প্রযোজক ছিলেন আরবাজ খান, যিনি নিজেও অভিনয় করেন ছবিটিতে।

দারুণভাবে ব্যবসাসফল হয়েছিল দাবাং’ ছবিটি। এরপর ‘দাবাং ২ মুক্তি পায় ২০১২ সালে। এই ছবিতেও ছিলেন সোনাক্ষি। ছবিটি পরিচালনা করেন প্রযোজক আরবাজ খান নিজেই।

পরের কিস্তি দাবাং ৩ তে সোনাক্ষি থাকবেন কি না, তা এত দিন নিশ্চিত ছিল না। মাঝখানে গুজব শোনা গিয়েছিল সোনাক্ষির বদলে পরিণীতিকে নেওয়া হতে পারে দাবাংয়ের তৃতীয় কিস্তিতে। এ নিয়ে দাবাং সংশ্লিষ্ট কারো মন্তব্য এত দিন পাওয়া যায়নি। তবে এবার সোনাক্ষির উপস্থিতি নিশ্চিত করেছেন প্রযোজক ও পরিচালক আরবাজ খান নিজেই।

টাইমস অব ইন্ডিয়াকে আরবাজ খান বলেন, দাবাং ৩ ছবিতে সোনাক্ষি থাকছেন। তাঁর সঙ্গে আরো একজন নায়িকা থাকতে পারেন ছবিতে। চিত্রনাট্য প্রস্তুত করা হচ্ছে। চিত্রনাট্য তৈরি হলেই অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ২০১৭ সালের মাঝামাঝিতে ছবিটির শুটিং শুরু করতে চাই আমরা।

সানবিডি/ঢাকা/এসএস