রংপুর রাইডার্সকে ভাগ্যবান বলতেই পারেন। বাংলাদেশ তথা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে লটারির মাধ্যমে নিজেদের দলে পেয়েছে তারা। বিপিএলের তৃতীয় আসরে রংপুরের হয়ে মাঠ মাতাবেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক।
রংপুরের মতো কুমিল্লাও নিজেদের ভাগ্যবান ভাবতে পারে। বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে ও টি-২০ অধিনায়ককে নিজেদের দলে পেয়েছে প্রথমবারের মতো বিপিএলে অংশ নিতে যাওয়া দলটি।
আইকন খেলোয়াড়দের মধ্যে নাসির হোসেনকে লটারি ভাগ্যের মাধ্যমে পেয়েছে ঢাকা ডিনামাইটস। তামিম ইকবাল নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন। যেই চট্টগ্রামের হয়ে খেলার জন্য আকুলতা প্রকাশ করছেন লটারি-ভাগ্যে সেই চিটাগাং ভাইকিংসকেই পেলেন তিনি।
এছাড়া আইকন খেলোয়াড়দের মধ্যে মাহমুুদুল্লাহ রিয়াদ বরিশাল বুলসে ও মুশফিকুর রহিম সিলেট সুপারস্টারের হয়ে খেলবেন।
সানবিডি/ঢাকা/এসএস