২২ শটের টাইব্রেকারের পর কয়েন টসের ‘অদ্ভুত’ নিয়মে জিতল ভারত
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-০৮ ২০:৫৭:০৯
আক্রমণ-প্রতি আক্রমণের রোমাঞ্চকর ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। ফলে খেলা গড়ায় টাইব্রেকারে। তবে সেখানে দুদলের ১১ জন খেলোয়াড়ের সবাই শট নেয়ার পরেও ম্যাচের সমতা ভাঙা সম্ভব হয়নি। এরপর রেফারিরা সিদ্ধান্ত নেন কয়েন টসের মাধ্যমে বিজয়ী ঘোষণা করার। সেখানে ভাগ্যের জোরে সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতে ভারত।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) কমলাপুরের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনাল ম্যাচে বাংলাদেশকে কয়েন টসের নিয়মে হারিয়েছে ভারত। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে ড্র হওয়ার পর টাইব্রেকারও ১১-১১ গোলে ড্র হয়।
ম্যাচের ৮ মিনিটেই পিছিয়ে পড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এরপর ঘুরে দাঁড়াতে অনেকটা সময় লেগেছে স্বাগতিকদের। ম্যাচের শেষ বাঁশি বাজার এক মিনিট আগে দলকে সমতায় ফেরান সাগরিকা। এরপর খেলা গড়ায় টাব্রেকারে।
টাইব্রেকারে দুদলের ১১ জনের সবাই গোল করেছেন। এরপর আবারও শুরু থেকে টাইব্রেকার শুরুর কথা থাকলেও হুট করে রেফারিরা সিদ্ধান্ত নেন কয়েন টসে বিজয়ী ঘোষণা করার। সেই কয়েন টসে হেরে যান বাংলাদেশের অধিনায়ক আফিদা খাতুন। জয়ের উল্লাসে মাতেন ভারতীয় ফুটবলাররা।
কয়েন টসের অদ্ভুত নিয়মে প্রতিপক্ষকে বিজয়ী ঘোষণা করায় তাৎক্ষণিকভাবে অসন্তোষ জানাতে দেখা গেছে বাংলাদেশের অধিয়ানায়ক আফিদাকে। দলের কোচ এবং স্টাফরাও এই সিদ্ধান্তে খুশি হতে পারেননি। মাঠে উপস্থিত দর্শকরাও জানান বিরূপ প্রতিক্রিয়া। অথচ টুর্নামেন্টের নিয়মেই ছিল এমনটা।
এর আগে ফেভারিটের তকমা নিয়ে মাঠে নেমে রক্ষণ দুর্বলতা ও গোলরক্ষকের ভুলে ৮ মিনিটে প্রথম গোল হজম করে বাংলাদেশ। ভারতীয় মিডফিল্ডার নিতু লিন্ডার থ্রুতে বাংলাদেশের দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে বল পান শিবানী দেবী৷ বাংলাদেশের গোলরক্ষক স্বর্ণা রানী বক্সের সামনে এসে বলের নাগাল পাননি৷ শিবানী বুদ্ধিদীপ্তভাবে প্লেসিংয়ে বল জালে পাঠান।
পিছিয়ে পড়েও প্রথমার্ধে উল্লেখযোগ্য কোনো আক্রমণ করতে পারেনি বাংলাদেশ। উল্টো লিড বাড়ানোর সুযোগ পেয়েও হাতছাড়া করে ভারত। ১৬ মিনিটে বক্সের মধ্যে গোলদাতা শিবানী দেবী ভালো পজিশনে বল পেয়েও কাজে লাগাতে পারেননি। তার নেয়া ডান পায়ের শট পোস্টের সামান্য উপর দিয়ে যায়৷
দ্বিতীয়ার্ধেও ভারতের ওপর তেমন চাপ সৃষ্টি করতে পারেনি। ম্যাড়মেড়েভাবেই শেষ হয়ে যাচ্ছিল ফাইনাল ম্যাচ। এমন সময় হুট করেই দলকে সমতায় ফেরান সাগরিকা। ম্যাচের অতিরিক্ত সময়ে গোলটি করে খেলা টাইব্রেকারে নিয়ে যায় তিনি। সেখানে অনেক নাটকীয়তার পর শেষমেশ শিরোপা নিজেদের করে নেয় ভারত।
এএ