

অভিনয় করার ইচ্ছা কার না আছে। আর মেয়েদের ক্ষেত্রে মিডিয়ার প্রতি লোভটা একটু বেশিই থাকে। আর এই সুযোগে নামধারী কিছু মানুষ তাদের দিয়েসর্বনাশের হাত বাড়িয়ে দেয়। এবার কাজ দেওয়া নামে মডেল কিশোরীকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
ভারতীয় গণমাধ্যম প্রকাশ করেছে,কাজ পাইয়ে দেওয়ার নাম করে ধর্ষণের অভিযোগ টলি পাড়ায়। আজ রিজেন্ট পার্ক থানায় এক ফোটোগ্রাফারের নামে ধর্ষণের অভিযোগ দায়ের করেন পেশায় মডেল এক যুবতী।
তাঁর অভিযোগ, সিরিয়ালে কাজ পাইয়ে দেওয়ার নাম করে তাঁর সঙ্গে একাধিকবার সহবাস করেন ওই ফোটোগ্রাফার। এমনকী, ঘনিষ্ঠ মুহূর্তের বেশ কিছু ছবি তুলে ব্ল্যাকমেলও করা হয় বলে অভিযোগ।
যুবতির অভিযোগের ভিত্তিতে ওই ফোটোগ্রাফারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁকে আজ আলিপুর আদালতে তোলা হবে। এদিকে, অভিযোগকারিণী যুবতিকেও জিজ্ঞাসাবাদ করছেন পুলিশকর্তারা।
সানবিডি/ঢাকা/এসএস