হৃদয়ের সেঞ্চুরিতে ঢাকার টানা সপ্তম হার

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২৪-০২-০৯ ২৩:২২:৫৪


তাওহিদ হৃদয়ের অপরাজিত সেঞ্চুরিতে দুর্দান্ত ঢাকাকে টানা সপ্তম হারের লজ্জা দিলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। এবারের আসরে এটিই প্রথম সেঞ্চুরি। এদিন হৃদয় ৫৭ বলে ৭ ছক্কা ও ৮ চারে ১০৮ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মিরপুরে সন্ধ্যায় ম্যাচটি অনুষ্ঠিত হয়।

টস জিতে ব্যাটিংয়ে নেমে নাঈম শেখ ও সাইফ হাসানের হাফসেঞ্চুরিতে কুমিল্লার সামনে চ্যালেঞ্জিং স্কোর দেয়া দুর্দান্ত ঢাকা। জবাবে কুমিল্লা তাওহিদ হৃদয়ের ৫৭ বলে অপরাজিত ১০৮ রানের ইনিংসে ৪ উইকেট ও ১ বল বাকি থাকতে জয় নিয়ে মাঠ ছাড়ে চ্যাম্পিয়নরা। এ জয়ের ফলে কুমিল্লা ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে উঠে এলো। শীর্ষে থাকা রংপুরের পয়েন্ট ১০ হলেও রানরেটে এগিয়ে থেকে টেবিল টপার তারা।

ঢাকার দেয়া টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি কুমিল্লার। আরও একবার ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দেন অধিনায়ক লিটন দাস। তিনি দলীয় ৯ রানে শরিফুলের শিকারে পরিণত হন। ব্যাট হাতে করেন মাত্র ৮ রান। শুরুর ধাক্কা সামাল দেয়ার আগে দলীয় ২৩ রানের মধ্যে উইল জ্যাকস ও ইমরুল কায়েসকে হারিয়ে ফেলে ভিক্টোরিয়ানস। কিন্তু হৃদয় চতুর্থ উইকেটে অভিষিক্ত ব্রুক ডিভেড গেস্টকে নিয়ে ৮৪ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন। দলীয় ১০৭ রানে ৩৫ বলে ৪ চার ও ১ ছক্কায় ৩৪ রান করে ব্রুকস বিদায় নিলে ভাঙে জুটি। অপরপ্রান্তে হৃদয় রেমন রেইফার ও জাকের আলীর সঙ্গে ছোট ছোট জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান।

শেষ পর্যন্ত তিনি ৫৭ বলে ৭ ছক্কা ও ৮ চারে ১০৮ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। ম্যাথিউ ফ্রড ১ রানে অপরাজিত থাকেন। ঢাকার হয়ে শরিফুল ২টি, সানি, ইরফান, ডি সিলভা প্রত্যেকে একটি করে উইকেট লাভ করেন।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে উদ্বোধনী জুটিতে মাত্র ২৩ রান সংগ্রহ করতে সক্ষমত হয় ঢাকা। স্পিনার আলিস আল ইসলাম শ্রীলঙ্কার চতুরাঙ্গা ডি সিলভাকে ফিরিয়ে জুটি ভাঙেন। কিন্তু দ্বিতীয় উইকেটে নাঈম শেখ ও সাইফ হাসান ১১৯ রানের জুটি গড়ে সেই ধাক্কা ভালোভাবেই সামাল দেন। সাইফ যখন ৪২ বলে ৩ ছক্কা ও ৪ চারে ৫৭ রান করে বিদায় নেন তখন ঢাকার দলীয় সংগ্রহ ১৪২ রান।

এক রান পর টানা দুই বলে দুই উইকেট তুলে নিয়ে ঢাকার কপালে চিন্তার ভাঁজ ফেলে দেন ফ্রড। কিন্তু শেষ দিকে অ্যালেক্স রসের ১১ বলে অপরাজিত ২১ ও মেহরাব হোসেনের ৮ বলে অপরাজিত ১১ রানে ভর করে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রানের বিশাল সংগ্রহ পায় ঢাকা। কুমিল্লার হয়ে ম্যাথিউ ফ্রড ৩টি, আলিস আল ইসলাম একটি উইকেট লাভ করেন।

এএ