বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের দ্বিতীয় দিন বার্ধক্যজনিত কারণে মন্তাজ উদ্দিন (৭৮) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে।
শনিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকার বংশাল থানার বাবুবাজার এলাকার মন্তাজ উদ্দিন ইজতেমায় এসেছিলেন। তিনি সকাল ৬টা ৪০ মিনিটে ইজতেমা ময়দানে ১১ নং খিত্তার ৫৬০৭ খুঁটিতে অবস্থান করার সময় অসুস্থতা বোধ করলে তাকে হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইজতেমা ময়দানে তার জানাজা শেষ হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।
এম জি