এবার ‘হাউজফুল ৪’ এ ব্রেট লি!

প্রকাশ: ২০১৬-০৭-৩০ ২১:৩৬:২৬


ব্রেটলিঅস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ব্রেট লি বলিউডে অভিষেক হতে যাচ্ছে এটা সবার জানা। ইন্দো-অস্ট্রেলিয়ান ছবি ‌‘আনইন্ডিয়ান’ ছবিতে দেখা যাবে। শোনা যাচ্ছে, এবার বলিউডের ছবি ‘হাউজফুল ৪’-এ অভিনয় করবেন তিনি। ‌

‘হাউজফুল ৪’ ছবিতে অভিনয় করছেন কিনা-এমন প্রশ্নের জবাবে ব্রেট লি হ্যাঁ অথবা না কিছুই বলেননি। আইএএনএসকে তিনি বলেছেন, ‘আমি জানি না।’

শোনা গেছে ব্রেট লি ‘আনইন্ডিয়ান’ ছবির পরিচালক অনুপম শর্মা নির্মাতা সাজিদ নাদিওয়ালার সঙ্গে দেখা করেছেন।

‘আনইন্ডিয়ান’ ছবির প্রচারণা এখন ভারত আছেন ব্রেট লি। তিনি বলেছেন, বলিউডে শাহরুখ খান ও প্রীতি জিনতাকে সত্যিই পছন্দ করেন। বলিউডে শাহরুখ খুব ভাল কিছু কাজ করেছে। আমি তাকে অভিবাদন জানাই।

পরিচালক অনুপম শর্মার পরিচালনায় ‘আনইন্ডিয়ান’ ছবিতে অভিনয় করেছেন ব্রেট লি, তানিস্থা চ্যাটার্জি, সুপ্রিয়া পাঠক, আকাশ খুরানা ও গুলশান গ্রোভার।

সানবিডি/ঢাকা/আহো