হিলিতে কেজিতে ৩০ টাকা বেড়েছে পেঁয়াজের দাম
সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০২-১১ ০৯:২৩:২১
দিনাজপুরের হিলি স্থলবন্দরে তিনদিনের ব্যবধানে খুচরা পর্যায়ে দেশী পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৩০ টাকা। আর পাইকারিতে বেড়েছে ২০ টাকা করে। ব্যবসায়ীরা জানিয়েছেন, সরবরাহ কমার কারণেই দাম বাড়ছে। ভারত থেকে আমদানি শুরু হলে দাম আবারো কমে আসবে।
হিলি বাজারে দেখা যায়, তিনদিন আগে প্রতি কেজি দেশী পেঁয়াজ পাইকারিতে ৮৫ টাকা বিক্রি হয়েছিল। আর খুচরা পর্যায়ে বিক্রি হয়েছিল ৯০ টাকায়। তিনদিনের ব্যবধানে সে পেঁয়াজের দাম বেড়ে পাইকারিতে ১০৫-১১০ টাকা বিক্রি হচ্ছে। খুচরায় বিক্রি হচ্ছে ১২০ টাকা কেজি দরে। দাম বাড়ায় বেচাকেনা কমে গেছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারি পরিচালক মমতাজ বেগম বলেন, ‘নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণে রাখতে আমাদের সংস্থার পক্ষ থেকে নিয়মিতভাবে জেলার বিভিন্ন হাট বাজারে অভিযান চালানো হচ্ছে। কেউ যদি কৃত্রিম সংকটের মাধ্যমে অহেতুক কোনো পণ্যের দাম বাড়ায় তার বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এনজে