স্মার্টফোন বাজারজাতের হার বেড়েছে ৩ শতাংশ

প্রকাশ: ২০১৬-০৭-৩১ ১০:২৫:০২


Smart-Phone২০১৬ সালের মাঝামাঝিতে বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। এ সময় স্মার্টফোন বাজারজাতের হার বেড়েছে ৩ শতাংশ। গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চ এ তথ্য জানিয়েছে।

তথ্যানুসারে, বিশ্বব্যাপী স্মার্টফোন বাজারের অগ্রগতির সঙ্গে সঙ্গে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অপ্পো এবং ভিভো সেরা পাঁচ স্মার্টফোন নির্মাতার বিশ্ব তালিকায় জায়গা করে নিয়েছে। বিশ্বব্যাপী ২০১৬ সালের দ্বিতীয় প্রান্তিকে সর্বমোট ৩৬০ মিলিয়ন ইউনিট স্মার্টফোন বাজারজাত হয়েছে, যা বছরপ্রতি ৩ শতাংশ বেড়েছে। সেখানে শ্রেষ্ঠ ১০ স্মার্টফোন ব্রান্ড প্রায় ৭০ শতাংশ স্মার্টফোন বাজারজাত করেছে।

ল্যাটিন আমেরিকার বাজারে স্মার্টফোনের চাহিদা কম ছিল। অন্যদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার ক্রমবর্ধমান চাহিদা স্মার্টফোন বাজারের ঊর্ধ্বগতিকে ত্মরান্বিত করেছে।

চীনা ব্রান্ড হুয়াওয়ে, অপ্পো এবং ভিভো বছরের মাঝে বাজার নিয়ন্ত্রণ করেছে বলে জানায় গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট। অপ্পো, ভিভো এবং হুয়াওয়ে এই তিন প্রতিষ্ঠান অন্যান্য স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান থেকে খুব দ্রুত সফলতা পেয়েছে।

সানবিডি/ঢাকা/এসএস