ই-কমার্স বিষয়ক সরকারি প্লাটফর্ম ‘ই-শপ’

প্রকাশ: ২০১৬-০৭-৩১ ১০:২৭:৩২


E-Commerceতথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সুবিধা বঞ্চিত ও স্বল্প আয়ের গ্রামীণ জনগোষ্ঠীর আয়ের দ্বার উন্মোচনে সহায়তা করতে চায় সরকার।

এ জন্য ক্ষুদ্র ও হস্তশিল্প এবং কৃষিভিত্তিক শিল্পকে বিস্তৃত করে উৎপাদক থেকে ভোক্তা পর্যায়ে কেন্দ্রীয় হাবের মাধ্যমে পণ্যের দাম ও গুণগত মান নিশ্চিতে ‘ই-শপ’ নামে একটি কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।

এ উপলক্ষ্যে রোববার (৩১ জুন) সকালে আইসিটি টাওয়ারে (সাবেক বিসিসি ভবন) ‘মিট দ্যা প্রেস’ আয়োজন করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শ্যাম সুন্দর সিকদার।

সানবিডি/ঢাকা/এসএস