এবার দখলদার ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকার রাফায় হামলা চালিয়েছে। এ হামলায় অন্তত ৫০ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, রাতের অন্ধকারে রাফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। পরিকল্পিত এই হামলা বন্দি বিনিময়ের আলোচনাকে ধূলিসাৎ করে দেবে। খবর আল-জাজিরার।
এনজে