সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৪-২০২৫ মেয়াদে কার্য নির্বাহী কমিটির সভাপতি-সম্পাদকসহ অন্যান্য পদে নির্বাচনের লক্ষে আগামী ৬ ও ৭ মার্চ দুদিন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
রোববার সুপ্রিম কোর্ট বার এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে।
নির্বাচনের তফসিল অনুযায়ী, ১২ থেকে ২২ ফেব্রুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। ২২ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে। ২৫ ফেব্রুয়ারি বিকাল ৫টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় নির্ধারণ করা হয়েছে।
সুপ্রিম কোর্ট বার কার্যকরী কমিটির ১টি সভাপতি পদে, দুটি সহসভাপতি পদে, সম্পাদক পদে একটি, কোষাধ্যক্ষ পদে একটি, সহ-সম্পাদক পদে দুটি এবং কার্যকরী কমিটির সাতটি সদস্য পদসহ মোট ১৪ পদে আইনজীবী প্রতিনিধি নির্বাচনে প্রতিবছর ভোট অনুষ্ঠিত হয়।
এম জি