চারদিনের জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে ৩ মার্চ (রোববার)। সম্মেলন শেষ হবে ৬ মার্চ (বুধবার)। মন্ত্রিপরিষদ পরিষদ বিভাগ এ তথ্য জানিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের উদ্বোধন করবেন। এটি প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে বলেও জানায় মন্ত্রিপরিষদ বিভাগ।
আসন্ন জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে প্রথমবারের মতো প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) ও চার কমিশনারের সঙ্গে বৈঠক করবেন ডিসিরা।
সরকারের নীতিনির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সরাসরি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়ার জন্য প্রতিবছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।
ডিসি সম্মেলনে সরকারপ্রধান ছাড়াও মন্ত্রী-সচিবদের কাছ থেকে বিভিন্ন দিক-নির্দেশনা পেয়েছেন জেলা পর্যায়ে মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ডিসিরা।
এম জি