রাজধানীর হাজারীবাগ ঝাউচরে বৈদ্যুতিক লাইট লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তির নাম মো. ইউনুস আলী (৫০)।
বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাতের দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে নয়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয় নিহতের চাচাতো ভাই মো. হোসাইন জানান, আমার ভাই পেশায় একজন গাড়িচালক। বাসার ছাদে বৈদ্যুতিক লাইট লাগাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে উপর থেকে নিচে পড়ে যায়। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও জানান, নিহতের গ্রামের বাড়ি বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলার মাজরিয়া গ্রামে।তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া। মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে।
এনজে