

এ যেন দুধের স্বাদ ঘোলে মেটানোর অবস্থা। অলিম্পিকে যেতে না পেরে নিজেদের দেশেই ছোটখাট একটা গেমস আয়োজন করে ফেলল রাশিয়া। সেই গেমসে অংশ নিলেন প্রায় দেড়শো ক্রীড়াবিদ। যার মধ্যে রয়েছেন রিওর জন্য যোগ্যতা অর্জন করে প্রস্তুতি নিয়ে ফেলা সত্ত্বেও ডোপ কেলেঙ্কারিতে বাদ পড়া ৬৭ জন অ্যাথলেট। গেমস শুরু হয় রাশিয়ার জাতীয় সঙ্গীত দিয়ে।
জামানেস্কি ব্রাদার্স স্টেডিয়ামে হাজির ছিলেন রাশিয়ার অন্যতম সেরা ক্রীড়াবিদ ইয়েলেনা ইসিনবায়েভা। যদিও বেশ গরমের মধ্যে এই গেমস অনুষ্ঠিত হল, কিন্তু তা সত্ত্বেও পুরোপুরি কালো পোশাক পরে এসেছিলেন অলিম্পিকে জোড়া সোনা জয়ী পোল ভল্টার। শোকের পরিবেশ বোঝাতে এবং আইওসি`র সিদ্ধান্তের প্রতিবাদে।
রাশিয়ার ক্রীড়ামহলে এটাকে ‘বিকল্প অলিম্পিক’ বলা হচ্ছিল। নাম দেওয়া হয়েছিল ‘স্টার্স অফ ২০১৬’; কিন্তু আকার, আয়োজনে এই গেমস ছিল বেশ ছোট। ডোপ কেলেঙ্কারিতে রিও যেতে না পারা ক্রীড়াবিদদের আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবরাই শুধু হাজির ছিলেন উৎসাহ দিতে। রাশিয়ার সরকারের পক্ষ থেকে এবং দেশটির অ্যাথলেটিক্স ফেডারেশনের পক্ষে অবশ্য ব্যাপারটাকে নানাভাবে উৎসাহ দেওয়া হয়।
ইসিনবায়েভা মাঠে নামেননি। তাকে শুধু উৎসাহ দিতে দেখা যায়। পাবলিক অ্যাড্রেস সিস্টেমে এই পোলভল্টার সংক্ষিন্ত ভাষণও দেন ক্রীড়াবিদদের জন্য। ‘তোমরা সকলে মাথা উঁচু রাখো, আর বলো জয় আমাদেরই।’ সঙ্গে তার সংযোজন, ‘এই দৌড় অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের। এটা আমাদের মানসিক শক্তি বাড়াতে সাহায্য করবে।’ এই অনুষ্ঠানের আগে ক্রেমলিনে হাজির থেকে ইসিনবায়েভা রিওতে যাওয়ার ছাড়পত্র যারা পেয়েছেন, তাদেরও উত্সাহ দিয়ে আসেন।
রাশিয়ার অন্যতম সেরা পোল ভল্টার কলস্টানটিন লেদুসভ এই মিটে পদক জেতেন। এখানে নেমে কী পেলেন? লেদুসভের উত্তর, ‘কিছুটা স্বস্তি আর মোটা পুরস্কার অর্থ।’ অ্যাথলেটদের এই মিটে নামার জন্য মোটা আর্থিক পুরস্কার দেওয়া হয় রাশিয়া সরকারের পক্ষ থেকে।
রাশিয়ান অ্যাথলেটিক্স ফেডারেশনের প্রধান দিমিত্রি সাইথিন বক্তব্য রাখতে গিয়ে একটু ভেঙেই পড়েন, ‘সারা বিশ্বে অলিম্পিকের বিকল্প কিছু হতে পারে না। তবু আমাদের তার বিকল্প কিছু করতে হচ্ছে অ্যাথলিটদের পাশে দাঁড়ানোর জন্য। ওরা অলিম্পিকে নামতে না পেরে পুরোপুরি ভেঙে পড়েছিল। আজ ওরা প্রমাণ করার চেষ্টা করল, গত চার বছর ধরে অলিম্পিক পদকের জন্য কতটা কষ্ট করেছিল।’
পুরস্কার দিতে হাজির ছিলেন রাশিয়ার কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী ভিতালি মুতকো। তার কথায়, ‘আমাদের ক্রীড়াবিদরা আজ প্রমাণ করল তারাও কিছু করতে পারে। রিওতে গেলে তারা কতটা সাফল্য পেতে পারত।’
রাশিয়ার ডোপ কেলেঙ্কারির তদন্ত করতে নেমে ওয়াডা দেখেছিল, সরকারিভাবে অ্যাথলিটদের ডোপ করানোর পিছনে এই ক্রীড়ামন্ত্রীর বড় ভূমিকা ছিল। তার নির্দেশেই সরকারিভাবে ডোপ টেস্ট হত। আর সে কারণেই রাশিয়ার অ্যাথলেটিক্স টিম রিওতে যোগ দেওয়ার সুযোগ হারায়। অন্য বহু ক্রীড়াবিদেরই রিও যাওয়া আটকে যায়। অ্যাথলিটদের মতো ডোপ কলঙ্কে রাশিয়ার ভারত্তোলন টিমকেও বাতিল করা হয়েছে গত শুক্রবার।
সানবিডি/ঢাকা/আহো