ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিকদার ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, গত সপ্তাহে কোম্পানির দর বেড়েছে ৫৯ দশমিক ৫৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৬ কোটি ৯৭ লাখ ৬০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫ কোটি ৩৯ লাখ ৫০ হাজার টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা লাভেলো আইসক্রিমের শেয়ার দর বেড়েছে ২৮ দশমিক ২৬ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১০৯ কোটি ৪৭ লাখ ৪০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২১ কোটি ৮৯ লাখ ৫০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা বেস্ট হোল্ডিংসের শেয়ার দর বেড়েছে ২৮ দশমিক ২১ শতাংশ। শেয়ারটি সর্বমোট ২৯৪ কোটি ৭৪ লাখ ৫০ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৫৮ কোটি ৯৪ লাখ ৯০ হাজার টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– মুন্নু ফেব্রিকসের ২০.৭১ শতাংশ, খান ব্রাদার্সের ১৭.৩৮ শতাংশ, এসবিএসি ব্যাংকের ১৭.০০ শতাংশ, সাফকো স্পিনিংয়ের ১৫.৬৬ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ১৪.৬৩ শতাংশ, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ১৪.২৯ শতাংশ এবং আলহাজ টেক্সটাইল মিলসের ১৪.০৮ শতাংশ শেয়ারদর বেড়েছে।
এসকেএস