ভিক্ষাবৃত্তির রাজনীতি শুরু করেছে সরকার। তারা সুষ্ঠু নির্বাচনী পরিবেশে জনগণের কাছে যাওয়ার চ্যালেঞ্জ নিতে ভয় পায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (১৮ ফেব্রুয়ারি) রাজধানীর বনানীতে নিজ বাসায় সাংবাদিকদের সাথে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।
বিএনপির এ নেতা বলেন, আন্তর্জাতিক বিশ্ব যদি ভোটাধিকার ও মানবাধিকারের পক্ষে না থাকে তাহলে দেশের জনগণের মধ্যে তাদের সম্পর্কে প্রশ্ন জাগবে।
তিনি বলেন, স্বাধীন দেশের অধিকার নিয়ে মানুষ বেঁচে আছে বলে মনে হয় না। একরাতে জেল থেকে মুক্তি ও নির্বাচন পেছানোর কথায় স্পষ্ট হয়েছে, সবকিছুই সরকারের নিয়ন্ত্রণে।
ভোটে অংশ নিলে একরাতে বিএনপির সব নেতাকে মুক্তি দেয়া হবে বলে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী ড. আবদুর রাজ্জাকের মন্তব্যের বিষয়ে তিনি বলেন, লুকোচুরি করে বিএনপি কম্প্রোমাইজ করবে, এটা আওয়ামী লীগ কীভাবে ভাবল? এটা আবার তারা পাবলিকলি বলছে, অথচ বিব্রত হচ্ছে না। আওয়ামী লীগ নীতি-নৈতিকতা হারিয়ে ক্ষমতা দখল করবে, আর বিএনপির মতো দল তাদের সঙ্গে সমঝোতা করবে এটি ভাবা তো বোকামি।
এম জি