রাজধানীর উত্তর মানিকদি এলাকায় ট্রাক চাপায় জারিন তাসনিম নওশীন (২৭) নামে এক টেক্সটাইল ইঞ্জিনিয়ার নিহত হয়েছেন। তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে আটটার দিকে উত্তর মানিকদি ক্লাব মোড় অটোরিকশার স্ট্যান্ডের সামনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় ওই নারীকে স্বামী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সকাল সোয়া ৯ টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালে তার স্বামী কম্পিউটার ইঞ্জিনিয়ার ফখরুল হাসান রিফাত জানান, সকালে স্ত্রীকে নিজের মোটরসাইকেলে করে স্ত্রীকে গুলশানের অফিসে যাচ্ছিলেন। পথে উত্তর মানিকদি ক্লাব মোড় অটো স্ট্যান্ডে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যান। তখন পিছন থেকে আসা একটি ট্রাকের নিচে চাপা পড়েন নওশীন। সামান্য আহত হন রিফাত নিজেও। পরে স্বামী নিজেই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন।
বুটেক্স থেকে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন নওশীন। এরপর একটি প্রতিষ্ঠানে চাকুরী নেন। ২০২২ সালে তাদের বিয়ে হয়। সাত মাসের অন্তঃসত্ত্বা ছিলেন নওশীন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তবে ঘটনাস্থলটি কোন থানার আওতাধীন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এনজে