কলকাতার আলোচিত ইউটিউবার স্যান্ডি সাহার বিরুদ্ধে মানহানি ও হত্যার অভিযোগে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
আজ সোমবার (১৯ ফেব্রুয়ারি) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াতের আদালতে মামলার আবেদন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনি। মামলায় সামাজিক যোগাযোগ মাধ্যমে মানহানিকর বক্তব্য প্রচার ও হত্যার হুমকির অভিযোগ করা হয়েছে। মামলার বাদী মহিউদ্দিন রনি এ সব তথ্য জানান।
এর আগে, গত বছরের ডিসেম্বর মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাত করা হচ্ছে বলে অভিযোগ এনে স্যান্ডি সাহার বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি করেন মহিউদ্দিন।
এনজে