সপ্তাহের দ্বিতীয় কর্মদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সাফকো স্পিনিংস মিলস লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ২০৫ বারে ২ লাখ ৪৯ হাজার ৯২০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে খুলনা প্রিন্টিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ২১৮ বারে ৩ লাখ ৪৫ হাজার ১১১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১ কোটি ২০ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মার শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৪ হাজার ৮৭৮ বারে ৮০ লাখ ৩৮ হাজার ৯১৯ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২১ কোটি ১৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে - সিকদার ইন্স্যুরেন্সের ৭.০৫ শতাংশ, আফতাব অটোমোবাইলসের ৬.৪৮ শতাংশ, ইনটেক লিমিটেডের ৬.০৭ শতাংশ, এনভয় টেক্সটাইলসের ৫.৬৯ শতাংশ, মিথুন নিটিং অ্যান্ড ডাইংয়ের ৫.৬৫ শতাংশ, ফু-ওয়াং সিরামিকের ৫.১২ শতাংশ এবং অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৫.০ শতাংশ শেয়ার দর কমেছে।
এসকেএস