‘জন্মদিনে এ ছবিটাই আমার শ্রেষ্ঠ উপহার’
প্রকাশ: ২০১৫-১০-২২ ১৫:৪৯:২৭

“মাস্তানি শুধু খারাপ হয় না, খারাপকে ভালো করাও একটা বড় মাস্তানি। আর নগরে যখন পা ফেলেছি, নগর তো কাাঁপাবোই”- কাল নিজের মুক্তি পেতে যাওয়া ‘নগর মাস্তান’ ছবিটি সম্পর্কে এমনটাই মন্তব্য করলেন হালের আলোচিত অভিনেত্রী পরীমণি। রকিবুল আলম রকিব পরিচালিত এই ছবির সংলাপে এমনটাই হুংকার দিয়েছেন তিনি। পরীমণি ছাড়াও এতে অভিনয় করেছেন জায়েদ খান ও শাহরিয়াজ। আরও রয়েছেন তিতান চৌধুরী, মিশা সওদাগর, আলী রাজ আরো অনেকে।
এই ছবির প্রত্যাশা নিয়ে জানতে চাইলে বাংলাদেশ প্রতিদিনকে পরীমণি বলেন, ” চমৎকার একটি গল্পের ছবি ‘নগর মাস্তান’। জায়েদ খান ও শাহরিয়াজের সঙ্গে এটি আমার দ্বিতীয় ছবি। এর আগে ‘ভালোবাসা সীমাহীন’-এ ছিলেন জায়েদ ভাই ও ‘পাগলা দিওয়ানা’য় শাহরিয়াজ। এ ছবির প্রত্যেকটি চরিত্র স্বনামে উপস্থিত হবেন হোক সেটা ছোট কিংবা বড়।” পরীমণি আরও বলেন, “একজন কলেজ ছাত্রী কিভাবে দক্ষ কর্পোরেট ওম্যান হয়ে উঠতে পারে তা তুলে ধরা হয়েছে আমার চরিত্রে। দেখানো হয়েছে স্টুডেন্ট থেকে বাবার ব্যবসা দেখাশোনা করতে গিয়ে কত বাধা বিপত্তি পাড়ি দিতে হয়। সব মিলিয়ে একটি অ্যাকশনধর্মী চরিত্রে দেখা যাবে আমাকে।”
চলতি বছর ‘ভালোবাসা সীমাহীন’ ছবির মধ্য দিয়ে রূপালি পর্দায় পা রাখেন পরীমণি। এরপর মুক্তি পায় পাগলা দিওয়ানা, আরো ভালোবাসবো তোমায় ও লাভার নাম্বার ওয়ান। সবগুলো ছবিতেই দর্শকদের ভালোবাসায় সিক্ত হয়েছেন তিনি। বর্তমানে প্রায় ডজন খানেক ছবিতে নিজেকে জড়িয়ে রেখেছেন ঢাকাই ছবির এ নায়িকা। এবার ‘নগর মাস্তান’-এর পালা। এবিষয়ে পরীমণি বলেন, “দর্শকরা আবারও আমাকে ভালোবাসবে এটাই প্রত্যাশা। এছাড়া কাল আমার জন্মদিন। এবারের জন্মদিনে এ ছবিটাই আমার শ্রেষ্ঠ পাওয়া। এরচে’ ভালো উপহার আর কি হতে পারে।”
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













