বাংলাদেশী চলচ্চিত্রে পরীমনিই প্রথম খোলা পিঠ প্রদর্শন করলেন (ভিডিও)
আপডেট: ২০১৬-০৮-০৩ ১৫:৫৯:৩৫

বাংলাদেশের চলচ্চিত্রে এই প্রথম এতোটা সাহসি চরিত্রে অভিনয় করলেন কোন নায়িকা। একেবারে খোলা পিঠ। তাও আবার তিনি বর্তমান ঢাকাই সিনেমায় সবচেয়ে জরপ্রিয় নায়িকা। পরিমনি নাম তার। দুর্ধর্ষ এই টরিত্র সম্পর্কে পরীমনি বলেছিলেন, ‘এর আগে এমন দুর্ধর্ষ চরিত্রে অভিনয় করিনি। ছবির জন্য আমাকে মার্শাল আর্ট শিখতে হয়েছিল। এমনকি বেশ কয়েকটি দুঃসাহসিক দৃশ্যে কোনও রকমের ডামি ছাড়াই অভিনয় করেছি। দর্শকরা এর ট্রেলার দেখে কিছুটা হলেও আঁচ করতে পারবেন।’
কথাটা পুরোপুরি সত্য। সেভাবেই পাওয়া গেল এ নায়িকাকে। সোমবার প্রকাশ করা হয়েছে ‘রক্ত’ ছবির টিজার। আর এতেই মারমুখী পরীকে দেখা গেল।
১ মিনিট ১৭ সেকেন্ডের এ টিজারের প্রায় পুরোটা জুড়েই এ অভিনেত্রী। কখনও তাকে অস্ত্র, কখনও বা খালি হাতেই খলনায়কদের সঙ্গে মারপিট করতে দেখা গেছে।
ইউটিউবে এটি প্রকাশ করেছে ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া।
ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন জানান, কোরবানির ঈদে এটি মুক্তি দেওয়া হবে।
‘রক্ত’ ছবিতে পরীর বিপরীতে আছেন নবাগত মুখ রোশান। আরও অভিনয় করছেন আশিষ বিদ্যার্থী, বিপ্লব চ্যাটার্জি, রাজা দত্ত, অমিত হাসান প্রমুখ।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













