রাশিয়ার বিরুদ্ধে পাঁচ শতাধিক নতুন নিষেধাজ্ঞা ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনে রুশ আগ্রাসন এবং বিরোধী নেতা আলেক্সি নাভালনির হেফাজতে মৃত্যুর ঘটনায় শুক্রবার এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রায় আগ্রাসনের দ্বিতীয় বার্ষিকীর প্রাক্কালে এ নিষেধাজ্ঞা ঘোষণা করা হলো।
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, এই নিষেধাজ্ঞাগুলো নাভালনির কারাবাস এবং রাশিয়ার যুদ্ধযন্ত্রের সাথে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে।
তিনি বলেন, ‘দুই বছর আগে, তিনি ইউক্রেনকে মানচিত্র থেকে মুছে ফেলার চেষ্টা করেছিলেন। পুতিন যদি এর মৃত্যু ও ধ্বংসের মূল্য পরিশোধ না করেন তবে তিনি চালিয়ে যাবেন।’
বৃহস্পতিবার মার্কিন উপ-অর্থমন্ত্রী ওয়ালি অ্যাডেইমো রয়টার্সকে বলেছিলেন, এই নিষেধাজ্ঞাগুলো অন্যান্য দেশের সাথে অংশীদারিত্বের মাধ্যমে কার্যকর করা হবে। রাশিয়ার সামরিক শিল্প কমপ্লেক্স এবং তৃতীয় দেশের কোম্পানিগুলোকে লক্ষ্য করে এগুলো আরোপ করা হয়েছে। ওয়াশিংটন যুদ্ধ এবং বিরোধী নেতা আলেক্সি নাভালনির মৃত্যুর জন্য রাশিয়াকে জবাবদিহি করতে চায়।
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংহতি ঘোষণা করে ইউরোপীয় ইউনিয়ন প্রায় ২০০ সংস্থা ও ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ঘোষণা করেছে। এদের বিরুদ্ধে রাশিয়াকে অস্ত্র সংগ্রহে সহায়তা করা বা ইউক্রেনীয় শিশুদের অপহরণে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
এএ