ঝালকাঠির নলছিটিতে ভাড়ায়চালিত মোটরসাইকেল সমিতির সভাপতি ও শ্রমিক লীগের কর্মী ইমরান হোসেনকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার নান্দিকাঠি এলাকায় তাকে এলোপাতাড়ি কুপিয়ে রাস্তার পাশে ফেলে রেখে যায়। গুরুতর অবস্থায় তাকে প্রথমে নলছিটি পরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, নলছিটি শহর থেকে বাজার নিয়ে মোটরসাইকেলযোগে খাজুরিয়া গ্রামের বাড়ি ফিরছিলেন শ্রমিক লীগের কর্মী ইমরান হোসেন।
নান্দিকাঠি এলাকায় আসলে রাস্তার মধ্যে রশি দিয়ে আটকে মোটরসাইলেসহ তাকে ফেলে দেয় দুর্বৃত্তরা। এ সময় তাকে কুপিয়ে রাস্তার পাশে ফেলে চলে যায় হামলাকারীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র, লাঠি ও রশি উদ্ধার করেছে।
নিহত ইমরান হোসেন খাজুরিয়া গ্রামের আব্দুর রশীদ হাওলাদারের ছেলে। তিনি উপজেলা শ্রমিক লীগের সদস্য এবং ভাড়ায় চালিত মোটরসাইকেল সমিতির সভাপতি ছিলেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে পুলিশ। নিহতের বড় ভাই রাসেল হাওলাদার বলেন, ইমরানের সঙ্গে পার্শ্ববর্তী এলাকার ইদ্রিস হাওলাদার ও তার ছেলে আল আমিনের বিরোধ ছিল।
এর আগেও ইমরানকে তারা কুপিয়ে আহত করেছিল। এবার তাকে মেরেই ফেলল। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে সঠিক বিচারের দাবি জানাচ্ছি। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডে তাদের সংশ্লিষ্টতা পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এনজে