ভারত-বাংলাদেশের বন্ধুত্ব রক্তের অক্ষরে লেখা: নানক

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-২৫ ২০:২২:৫১


আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্বের সীমারেখা দেওয়া যাবে না। ভারত-বাংলাদেশের বন্ধুত্ব রক্তের অক্ষরে লেখা।

রোববার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ একথা বলেন বস্ত্র ও পাটমন্ত্রী।

সাম্প্রতিক ভারত সফরে তিস্তা ইস্যু নিয়ে কোন আলোচনা হয়েছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, তিস্তা চুক্তির আগে দুই দেশের অনেক বড় বড় সমস্যা দুই দেশের সরকারের সদিচ্ছার কারণে, বন্ধত্বপূর্ণ সম্পর্কের কারণে বিষয়গুলো সমাধানও হয়েছে। ভারত আমাদের প্রতিবেশি বন্ধুদেশ। ভারতের সঙ্গে আমাদের বন্ধুত্বের সীমারেখা দেওয়া যাবে না।

ভারতের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব রক্তের অক্ষরে লেখা উল্লেখ করে নানক বলেন, ভারতের সঙ্গে যে সমস্যা রয়েছে সেগুলো সমাধানে অপেক্ষা করতে হবে। কারণ সমগ্র ভারত এখন নির্বাচনমুখী। ভারতের এ গুরুত্বপূর্ণ নির্বাচন পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, তিস্তা ইস্যু নিয়ে অনেকদূর আলোচনা এগিয়ে রয়েছে। এখন সমাপ্তির জন্য অপেক্ষা করছি।

এ সময় আরও উপস্থিত ছিলেন বস্ত্র ও পাটসচিব মো. আব্দুর রউফ, বস্ত্র অধিদপ্তরের মহাপরিচালক মো. নূরুজ্জামান প্রমুখ।

এম জি