বাংলাদেশ ফিলিস্তিনের পাশে আছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। তিনি বলেন, বাংলাদেশ সবসময় গণহত্যার বিপক্ষে। রস্কের টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেন প্রতিমন্ত্রী।
তিনি বলেন, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা বিশেষ করে শিশু, নারী, বয়োজ্যেষ্ঠ বেসামরিক ব্যক্তি, দায়িত্বরত সাংবাদিক, মানবাধিকার কর্মীদের নির্বিচারে হত্যাকাণ্ডের কথা বিশ্বের সবাই জানে। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা ও এ বিষয়ে বিশ্বব্যাপী অপতথ্য প্রচারের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য ওআইসি ভুক্ত দেশগুলোকে একত্রে কাজ করতে হবে।
প্রতিমন্ত্রী আরও বলেন, অপতথ্যের বিপক্ষে সত্য তুলে ধরার জন্য তথ্য পুল গঠন করতে হবে। এ তথ্য পুল থেকে ওআইসি সদস্য দেশগুলো তথ্য আদান-প্রদানের মাধ্যমে সত্য তথ্য বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে তুলে ধরতে পারবে। বাংলাদেশ সবসময় গণহত্যার বিপক্ষে। বাংলাদেশ ফিলিস্তিনের পাশে আছে।
এনজে