অপরাধী ও রোহিঙ্গাদের অবৈধভাবে জন্ম সনদ, পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বানিয়ে দেয়ার অভিযোগে আনসার সদস্যসহ ২৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আছেন ২ জনআনসার সদস্য, ৩ জন রোহিঙ্গা ও দালাল চক্রের সদস্যরা।
রাজধানীর আগারগাঁও, মোহাম্মদপুর, যাত্রাবাড়ি ও বাড্ডায় অভিযান চালিয়ে প্রথমে গত ২৩ ফেব্রুয়ারি ১৩ জনকে গ্রেফতার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যে গত ২৫ ফেব্রুয়ারি ঢাকা, টাঙ্গাইল ও কক্সবাজার থেকে আরও ১০ জনকে গ্রেফতার করে ডিবি।
এসময় তাদের কাছ থেকে জব্দ করা হয় ১৭টি পাসপোর্টসহ জাতীয় পরিচয়পত্র ও বিভিন্ন সরঞ্জাম। ডিবি বলছে, কয়েক বছর ধরে অবৈধভাবে তৈরি করা পাসপোর্ট, জাতীয় পরিচয় পত্র সরবরাহ করে আসছিলো চক্রটি।
ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদ বলেন, রোহিঙ্গারা পাসপোর্ট নিয়ে যাচ্ছে। এটা নিয়ে তারা বিভিন্ন দেশে যাচ্ছে। এতে সেখানে গিয়ে তারা বিভিন্ন ধরনের অপরাধে লিপ্ত হচ্ছে। এতে আমি মনে করি, একদিকে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন হচ্ছে, আমাদের শ্রমবাজার নষ্ট করছে।
প্রতিটি পাসপোর্টের জন্য খরচ হতো এক থেকে দেড় লাখ টাকা। আর জন্ম সনদের জন্য নেওয়া হতো ২ থেকে ৫ হাজার টাকা।
এম জি