গাজীপুরের টঙ্গীর স্টেশন রোডের সিডিএল ভবনের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে নির্মাণাধীন ড্রেন থেকে মানুষের মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে টঙ্গী পূর্ব থানা পুলিশ এই খুলি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে একটি নির্মাণাধীন ড্রেনে একজন পথচারি মানুষের মাথার খুলি দেখতে পায়। এই ঘটনার পর মহাসড়কে ড্রেনের চারপাশে পথচারিরা ভিড় করে। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থল থেকে খুলিটি উদ্ধার করে।
এ ব্যাপারে টঙ্গী পূর্ব থানার এসআই আশরাফুল ইসলাম জানান, মাথার খুলিটি নারী না পুরুষের তা বোঝা যায়নি। মুখের ওপরের পাটিতে ১৩টি দাঁত আছে, মাথার মগজ থেকে রক্ত মিশ্রিত তরল পদার্থ বের হচ্ছে। সিআইডি পরীক্ষা করে ফরেনসিক রিপোর্টের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।আমরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছি।
এনজে