গাজীপুরে মোবাইলের সিমকার্ড তৈরির একটি কারখানায় লেমিনেশন মেশিন বিস্ফোরণ হয়েছে। এতে ঘটনাস্থলে এক শ্রমিক নিহত ও ছয় জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বুধবার দুপুরে নগরীর সদর মেট্রো থানার ধীরাশ্রম ভাবারুল এলাকার ইন্টিলিডেজন্ট কার্ড লিমিটেড নামের কারখানায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
নিহত শ্রমিকের নাম লিখন মিয়া (২৪)। তিনি গাইবান্ধা জেলার বাসিন্দা বলে জানা গেছে।
কারখানার শ্রমিকরা জানান, কারখানার ভেতরে একটি লেমিনেশন মেশিন সেট করতে গিয়ে বিস্ফোরণ হয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই আগুনে পুড়ে মারা লিখন।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন জানান, ওই প্রতিষ্ঠানে লেমিনেশন মেশিন বিস্ফোরণ হয়। খবর পেয়ে জয়দেবপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট আগুন নেভায়। আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এম জি