ভারতের ইস্পাত আমদানি বেড়ে ছয় বছরের সর্বোচ্চে
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০২-২৯ ০৯:১৯:০৫
ভারতে চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে ইস্পাত আমদানি বেড়ে ছয় বছরের সর্বোচ্চে পৌঁছেছে। এ সময় চীন থেকে সবচেয়ে বেশি আমদানি করা হয়েছে। এ ১০ মাসে পরিশোধিত ইস্পাতের নিট আমদানিকারক ছিল দেশটি। সরকারি তথ্যের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
বর্তমানে ভারত বিশ্বের দ্বিতীয় শীর্ষ অপরিশোধিত ইস্পাত উৎপাদক। এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত দেশটিতে ইস্পাতের ব্যাপক চাহিদা থাকে। বিশেষ করে দেশটির অবকাঠামো নির্মাণ ও অটোমোবাইল খাতে চাহিদা ছিল সর্বাধিক। এ চাহিদা মেটাতে উৎপাদিত ইস্পাতের পাশাপাশি বিপুল পরিমাণ আমদানি করতে হয়েছে দেশটিকে।
সরকারি তথ্য অনুসারে, ১০ মাসে ভারত ১১ কোটি ২৫ লাখ টন অপরিশোধিত ইস্পাত আমদানি করে, গত বছরের একই সময়ের তুলনায় যা ১৪ দশমিক ৫ শতাংশ বেশি। আগামী বছর দেশটিতে আমদানি আরো বাড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে।
সংশ্লিষ্টরা জানান, ভারত সরকার অর্থনীতিকে গতিশীল করতে জোর প্রচেষ্টা চালাচ্ছে। আগামী অর্থবছর দেশটির অর্থনীতি বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির গতিকে ছাড়িয়ে যাবে বলে ধারণা করা হচ্ছে। ফলে আগামী বছর দেশটিতে আরো বেশি ইস্পাতের প্রয়োজন হবে।
ভারত এপ্রিল থেকে জানুয়ারি পর্যন্ত ১০ মাসে ৬৭ লাখ টন পরিশোধিত ইস্পাত আমদানি করেছে। গত বছরের একই সময়ের তুলনায় আমদানি বেড়েছে প্রায় ৩৫ শতাংশ।
এদিকে দেশটির ইস্পাত কারখানাগুলো আমদানি বাড়ায় বিপাকে পড়েছে। আমদানি কমানোর মাধ্যমে স্থানীয় ইস্পাত শিল্পকে রক্ষায় যথাযথ উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন কারখানা মালিকরা। তবে স্থানীয় চাহিদা বিবেচনায় এ আহ্বানে সাড়া দেয়নি কেন্দ্রীয় ইস্পাতবিষয়ক মন্ত্রণালয়।
ভারতে সবচেয়ে বেশি পরিশোধিত ইস্পাত রফতানি করেছে চীন। দেশটি থেকে ১০ মাসে এসেছে ২১ লাখ ৮০ হাজার টন, গত বছরের একই সময়ের তুলনায় যা প্রায় ৮০ শতাংশ বেশি।
এনজে