ইমরানের ‘চুমু’ ব্যাখ্যা
প্রকাশ: ২০১৬-০৮-০৪ ১৮:২২:৫১

ইমরান হাশমিকে বলা হয় বলিউডের সিরিয়াল কিসার! অনস্ক্রিনে কোন নায়িকাকে চুমু খেলেন ইমরান, চুমুটা কত বড় এসব নিয়ে নিত্য চর্চা৷ এসব আলোচনার কতটা প্রশংসা আর কতটা টিজ, সেটা বোঝা যায় না সবসময়৷ কলকাতার সংবাদ মাধ্যম এই সময়কে দেওয়া একান্ত সাক্ষাৎকারে চুমুর বিষয়ে কিছু কথা বলেন ইমরান হাশামির।
সাক্ষাৎকারে সেরা চুমু বলতে ইমরান বলেন, মারণরোগের (ক্যান্সার) মুখ থেকে আয়ানকে (ইমরান পুত্র) ফিরতে দেখা, ওকে জড়িয়ে ধরা, কোলে নিয়ে চুমু খাওয়া…এই চুমুটাই সেরা মনে হয়! পর্দায় যেসব নায়িকাকে চুমু খেয়েছেন তার বাইরে আপনি আর কোন নায়িকাকে চুমু খেতে চান কিনা–এই প্রশ্নের জবাবে ইমরানের সোজা জবাব ক্যাটরিনা কাইফ৷
কিন্তু কেন- প্রশ্ন করা হলে বলেন, আমি জানি না৷ উত্তর খুঁজে পেলে বলবো৷ মানে, ঠিক একটা কারণ খুঁজে পাচ্ছি না, কেন ক্যাটরিনা!
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













