ফের টিভির পর্দায় আসছে ‘টিপু সুলতান’

আপডেট: ২০১৬-০৮-০৪ ১৮:৪৪:০৪


tipu-sultaজনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘দ্য সোর্ড অব টিপু সুলতান’ ফের দর্শকরা দেখতে পাবেন।    আগামী ১২ আগস্ট থেকে বেসরকারি চ্যানেল মাছরাঙায় প্রতি শুক্র, শনি ও রোববার রাত ৯টায় প্রচারিত হবে নব্বইয়ের দশকের সাড়া জাগানো এই টিভি সিরিজটি।

‘দ্য সোর্ড অব টিপু সুলতান’ পরিচালনা করেছেন সঞ্জয় খান। তিনি নিজেই এই সিরিজে নাম ভূমিকায় অভিনয় করেছেন। ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি টিপু সুলতান সিরিজের শুটিংয়েই আগুন লেগে ৬২ জন কলাকুশলী মারা গিয়েছিলেন।

পরিচালক সঞ্জয় খান নিজেও গুরুতর আহত হয়ে ১৩ মাস হাসপাতালে ছিলেন। তার শরীরে ৭২ বার অস্ত্রোপচার করা হয়েছিল।

সানবিডি/ঢাকা/এসএস