ওয়ালেস করবেন মোস্তাফিজের কাঁধের অপারেশন

প্রকাশ: ২০১৬-০৮-০৪ ২১:৫৬:৫৩


mustafizপুরনো ইনজুরিতে নতুন করে ব্যথা পাওয়ার পর কাউন্টি খেলতে যাওয়া মোস্তাফিজুর রহমানের কাঁধে অস্ত্রোপচারের পরামর্শই দিয়েছিলেন লন্ডন ব্রিজ হাসপাতালের অধ্যাপক টনি কোচার।

এমআরআইর দ্বিতীয় রিপোর্টে বড়সড় এক দুঃসংবাদ পান কাটার মাস্টার। রিপোর্টে বলা হয়, মোস্তাফিজের চোটটি টাইপ-২ শ্রেণির। যার পূর্ণ চিকিৎসা করা সম্ভব অস্ত্রোপচারের মাধ্যমেই।

মঙ্গলবার নতুন সার্জন লেনার্ড ফাঙ্কের দ্বারস্ত হন মোস্তাফিজ। উইগ্যান অ্যান্ড লি এনএইচএস ফাউন্ডেশনের রাইটিংটন হাসপাতালের সার্জন অধ্যাপক ফাঙ্কের অভিমত, ২০ বছর বয়সী পেসারের বাঁ কাঁধে অস্ত্রোপচারের মাধ্যমেই চিকিৎসার কাজ সম্পন্ন করতে হবে। ২২ আগস্টের আগে নাকি তিনি সময় দিতে পারবেন না। তাই ইংল্যান্ডের আরেক সার্জন অ্যান্ড্রিউ ওয়ালেসের দ্বারস্ত হচ্ছেন মোস্তাফিজ।

ওয়ালেস যদি ২২ তারিখের আগে অপারেশন করতে পারেন, তাহলে তাকে (ওয়ালেস) দিয়েই মোস্তাফিজের কাঁধের অপারেশন করানো হবে। এমনটাই জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। লক্ষ্য একটাই, অস্ত্রোপচারের পর দ্রুততম সময়ে আবার ক্রিকেট মাঠে কাটার মাস্টারের ফিরে আসা।

এ প্রসঙ্গে বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন বলেন, ‘যেহেতু ফ্রাঙ্ক ২২ তারিখের আগে পারছে না তাই বিসিবি চায়,  মোস্তাফিজের কাঁধের পরবর্তী মূল্যায়নের জন্য ইংল্যান্ডের অ্যান্ড্রিউ ওয়ালেসকে দেখাতে। ওয়ালেস ২২ তারিখের আগে অপারেশন করতে পারলে তাকে দিয়েই মোস্তাফিজের কাঁধের অপারেশন করানো হবে।’

সানবিডি/ঢাকা/আহো