উৎসবের আমেজে অপু

প্রকাশ: ২০১৫-১০-২২ ১৭:৪০:৫২


111_87829_0হালের ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় মুখ অভিনেত্রী অপু বিশ্বাস। শত ব্যস্ত সিডিউলের মধ্যেও বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদযাপনের জন্য সময় বের করতে ভুল করেননি তিনি।

অপু বলেন, ‘দুর্গাপূজা আমার সবচেয়ে প্রিয় উৎসব। জীবনের অনেকগুলো বছর আমি বগুড়াতে কাটিয়েছি। পূজার দিনগুলো আসলেই মনে পড়ে যায় বগুড়ার স্মৃতি। পূজার উদ্দীপনা, আত্মীয়দের বাড়িতে বেড়ানো, নতুন পোশাক পড়ে মন্দিরে মন্দিরে ঘুরতে যাওয়ার স্মৃতি আজও প্রাণবন্ত।’ তবে এবছর বগুড়া যেতে পারছি না। কারণ কিছুদিন পর দাজিলিং যাবো বলে জানালেন নায়িকা।

তিনি আরও বলেন, ‘এখন ব্যস্ততার কারণে দুর্গাপূজা উদযাপনের জন্যও সময় বের করা কঠিন। তবে চেষ্টা করি পূজার সময় কাজ কম রাখতে। আর সবসময়ই বগুড়া যেতে চেষ্টা করি। তবে এবছর আর যাওয়া হলো না।’

উপহার অপুর পূজার অবিচ্ছেদ্য অংশ বলে জানালেন তিনি। ব্যস্ততা এবং যতো যাই থাক না কেনো, পূজার এই অংশে কোনো ছাড় নেই। আত্মীয় এবং বন্ধুদের জন্য অনেক শপিং করেছেন বলেও জানালেন। তবে শুধু যে উপহার দিয়েছেন এমন নয়, অনেক উপহার তিনিও পেয়েছেন।
উল্লেখ্য, গতকাল খুলনার বাগেরহাটের ঐতিহ্যবাহী শিকদার বাড়িতে কুমারি পূজা দেখতে গিয়েছিলেন অপু বিশ্বাস। সঙ্গে ছিলেন আওয়ামী সংসদ সদস্য ইলিয়াস মোল্লা।
অপুর ভেরিফাইড ফেসবুক পেইজে একটি ছবি পোস্ট করে অপু লেখেন, “খুলনা বাগের হাট এর শিকদার বাড়িতে কুমারী পুজো দেখার আমন্ত্রনে আমার সাথে যোগ দিয়েছিল ইলিয়াস মোল্লা আংকেল’ও। অনেক মজা করলাম আজ। সকালে হেলিকপ্টারে করে অনেক জায়গা ঘুরলাম। পদ্মা সেতু’র কাজও দেখলাম নিজ চোখে। হেলিকপ্টার থেকে নেমে কিছুক্ষণ ছিলাম সেখানে।”
সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী।
সানবিডি/ঢাকা/রাআ