তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-০৪ ১৮:৪৫:৪৭


নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেহেতু বলেছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে, তার মানে এটা বাস্তবায়ন হবে।

সোমবার (৪ মার্চ) বিকেলে ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনের ষষ্ঠ কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী রংপুর গিয়ে ২০২৩ সালের ২ আগস্ট প্রায় ১০ লাখ মানুষের সামনে বলেছেন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, তার মানে এটা বাস্তবায়ন হবে।

এ সময় পাশে থাকা পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক সাংবাদিকদের বলেন, আপনাদের অপেক্ষা করতে হবে।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, নৌপরিবহন মন্ত্রণালয় থেকে আমরা বেশি গুরুত্ব দিয়েছি নদী রক্ষার জন্য জেলা-উপজেলা পর্যায়ের কমিটিকে, এই কমিটিগুলো গঠন করে বছরে যেন দুটি না হলেও একটি সভা করা হয়। এ কমিটিগুলোতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যুক্ত এবং নদীগুলো রক্ষার সঙ্গে কিন্তু জলবায়ু-পরিবেশ সবকিছু চলে আসে। কাজেই এই নদী রক্ষার বিষয়টি গুরুত্ব দিয়েছি।

এম জি