অবৈধ চিকিৎসা বন্ধে স্থানীয় প্রশাসনকেও ভূমিকা নিতে হবে: স্বাস্থ্যমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-০৭ ১৪:৫৫:২৭

সারাদেশে গ্রামেগঞ্জে ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা বন্ধে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি স্থানীয় প্রশাসনকেও ভূমিকা নেয়ার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন।
বৃহস্পতিবার (৭ মার্চ) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
এর আগে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও বহিঃবিভাগ ঘুরে দেখেন মন্ত্রী। কথা বলেন সেবা নিতে আসা রোগীদের সাথেও। এছাড়া হাসপাতালের নানা সঙ্কট নিয়ে সেখানকার কর্মকর্তাদের সাথেও কথা বলেন তিনি।
ভুয়া চিকিৎসক ও অবৈধ চিকিৎসা প্রসঙ্গে মন্ত্রী বলেন, স্থানীয় সরকারের দ্বায়িত্বে থাকা চেয়ারম্যান ও সংসদ সদস্যরা যদি সে সমস্ত জায়গা পরিদর্শন করে আমাদের মন্ত্রণালয়কে জানান, তাহলে আমরা এ ব্যাপারে কার্যকরী ভূমিকা পালন করতে পারবো। আমি এ ব্যাপারে সংসদে আগেও বলেছি এখনও গণমাধ্যমে বলছি স্থানীয় নেতৃত্বে থাকা জনপ্রতিনিধিরা এ বিষয়ে আমাদেরকে অবহিত করুন।
উল্লেখ্য, স্বাস্থ্যখাতের জটিলতার বড় কারণ হিসেবে জনবল সঙ্কটকে দায়ী করেন মন্ত্রী। তবে সেই সঙ্কট নিরসনে কাজ চলছে বলেও জানান তিনি।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













