গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের নতুন সচিব নবীরুল ইসলাম
আপডেট: ২০২৪-০৩-০৭ ১৫:৩৮:২০

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নবীরুল ইসলামকে সচিব পদে পদোন্নতি দিয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে পদায়ন করে বুধবার (৬ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এক বছর চুক্তিতে থাকা গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব কাজী ওয়াছি উদ্দিনের চুক্তির মেয়াদ আগামী ৯ মার্চ শেষ হওয়ার কথা রয়েছে।
মো. নবীরুল ইসলাম বিসিএস প্রশাসন ক্যাডারের ১৩ তম ব্যাচের কর্মকর্তা। তিনি দীর্ঘদিন ধরে জনপ্রশাসন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করছেন।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










