আরও এক বছর কৃষি সচিব থাকছেন ওয়াহিদা আক্তার
আপডেট: ২০২৪-০৩-০৭ ১৯:৩০:৪১

আরও এক বছর কৃষি মন্ত্রণালয়ের সচিব থাকছেন ওয়াহিদা আক্তার। চুক্তিতে তাকে এক বছরের জন্য নিয়োগ দিয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
ওয়াহিদা আক্তারের চাকরির মেয়াদ আগামী ১১ মার্চ শেষ হওয়ার কথা। তার অবসরোত্তর ছুটি (পিআরএল) ও এ সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ১২ মার্চ বা যোগদানের তারিখ থেকে তার এ চুক্তিভিত্তিক নিয়োগ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
ওয়াহিদা ১৩তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। এর আগে তিনি কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ হিসেবে দায়িত্ব পালন করেন।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন










