৪৭-এ মা হচ্ছেন জেনিফার লোপেজ!
প্রকাশ: ২০১৬-০৮-০৬ ১২:৪৭:১৭

বয়স প্রায় ৫০ কিন্তু আবারও নাকি মা হচ্ছেন জনপ্রিয় গায়িকা জেনিফার লোপেজ। তৃতীয় সন্তানের মা হচ্ছেন তিনি। এ সন্তানের বাবা প্রেমিক ক্যাসপার স্মার্ট।
সংবাদমাধ্যমে প্রকাশিত একটি প্রতিবেদনে জানা গেছে, অনেকদিন থেকেই ক্যাসপার চাইছিলেন তাদের একটি সন্তান হোক। প্রেমিকের এই ইচ্ছা পূরণ করতেই নাকি মা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ৪৭ বছর বয়সি জেনিফার লোপেজ। এদিকে ক্যাসপার যখন থেকে জানতে পেরেছেন জেনিফার লোপেজ মা হচ্ছেন তখন থেকে নাকি তাকে রাণীর মতো করে আগলে রাখছেন। এছাড়া ক্যাসপার চাইছেন তাদের ছেলে হোক তবে জেনিফার লোপেজ সুস্থ সন্তান হলেই খুশি।
বিষয়টি নিয়ে এ জুটির ঘনিষ্ঠ একটি সূত্র বলেন, ‘সে (জেনিফার লোপেজ) যা চাইছেন ক্যাসপার সঙ্গে সঙ্গে সেটি তার সামনে হাজির করছেন। এমনকি মাঝে মাঝে চাওয়ার আগেই হাজির করছেন।’
২০১১ সাল থেকে এ জুটির প্রেমের সম্পর্ক। এদিকে খুব শিগগিরই ক্যাসপার স্মার্টের সঙ্গে জেনিপার গাঁটছড়া বাঁধবেন বলে জানিয়েছে সূত্রটি।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













