শেখ হাসিনার হাতেই গণতন্ত্র নিরাপদ: কাদের
সানবিডি২৪ প্রকাশ: ২০২৪-০৩-১০ ১৫:০১:৫৯

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দুই-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া গতকালের স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়েছে। যতদিন শেখ হাসিনার হাতে আছে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।
রোববার (১০ মার্চ) রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, এই নির্বাচনের পর বিএনপির মুখে, এ নিয়ে আর কোনো কথার যৌক্তিকতা থাকে না। বর্তমান রাজনৈতিক বাস্তবতার সাথে বিএনপির কোনো যোগসূত্র নেই। এই নির্বাচনে আবারও প্রমাণিত হয়েছে শেখ হাসিনার হাতেই এ দেশের গণতন্ত্র নিরাপদ।
এ সময় বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রয যে মন্তব্য করেছে তার সাথে ইউরোপীয় ইউনিয়ন কিছুটা সুর মিলিয়েছে জানিয়ে তিনি বলেন, এখন বিশ্বনেতারা কী বলছেন, তা দেখতে হবে।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













