৩০ সেপ্টেম্বর আসছে ইংল্যান্ড ক্রিকেট দল

প্রকাশ: ২০১৬-০৮-০৭ ১৪:০১:৩৭


Logo.Cricketইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে খেলতে আসছে। রোববার দুপুরে সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মন্ত্রণালয়ের সচিব কাজী আখতার উদ্দিন আহমেদ এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আগামী ৩০ সেপ্টেম্বর বাংলাদেশে খেলতে আসছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। আশা করি নির্দিষ্ট সময়ে তারা বাংলাদেশ সফর করবে। ইংল্যান্ড-বাংলাদেশ ম্যাচের সময়সূচি এখন পর্যন্ত চূড়ান্ত রয়েছে। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিতেও তারা সন্তুষ্ট।’

সচিব বলেন, ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল বাংলাদেশে তিনটি ওয়ানডে ও দুটি টেস্ট ম্যাচ খেলবে। প্রথম ওয়ানডে ম্যাচ ৭ অক্টোবর মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ঢাকায় দুটি আর চট্টগ্রামে একটি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে। টেস্ট ম্যাচ ঢাকায় একটি আর চট্টগ্রামে আরেকটি অনুষ্ঠিত হবে।

নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জানতে চাইলে কাজী আখতার উদ্দিন আহমেদ বলেন, ইংল্যান্ড ও বাংলাদেশ খেলা চলাকালে যত ধরনের নিরাপত্তা প্রয়োজন সব ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরো বলেন, খেলা চলাকালে যাতে বিদ্যুৎ সমস্যা না হয়, সেজন্য ব্যবস্থা নিতে সভায় বলা হয়েছে। সভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।