ক্রেতারা নিত্যপণ্য বেশি কেনায় বাজারে ঘাটতি তৈরি হয়: কৃষিমন্ত্রী
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-১১ ১৭:০৬:৩৫
প্রয়োজনের তুলনায় নিত্যপণ্য বেশি কেনার কারণে বাজারে ঘাটতি তৈরি হয় বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ।
সোমবার (১১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।
কৃষিমন্ত্রী বলেন, ক্রেতার আচরণ অনেক সময় পণ্যের দাম বাড়ার কারণ হয়ে দাড়ায়। সরকার বাজার নিয়ন্ত্রণ করে না তবে সুপার ভিশন করে। তিনি আরও বলেন, ক্রেতা কম দামে কিনতে চায় আর বিক্রেতা বেশি দামে বিক্রি করতে চায়। এই আচরণেরও পরিবর্তন প্রয়োজন।
সিন্ডিকেটের কারণে দাম বাড়ছে কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জাবাবে তিনি বলেন, যারা সিন্ডিকেট করছে তাদের ধরিয়ে দিন এবং তাদের বিরুদ্ধে নিউজ করুন।
এম জি