

আমেরিকা উত্তর কোরিয়ার উপর আগাম পরমাণু হামলার পরিকল্পনা করছে। প্রশান্ত মহাসাগরে আমেরিকা পরমাণু বোমা বহনে সক্ষম বি-১ বোমারু বিমান মোতায়েনের ঘোষণা দেওয়ার পরে এমনটাই চাঞ্চল্যকর দাবি করল পিয়ংইয়ং।
পিয়ংইয়ং’এর বিবৃতিতে দাবি করা হয়েছে, পরমাণু বোমা মোতায়েনের মধ্য দিয়ে উত্তর কোরিয়ার সরকার পতনে আরও বেশি তৎপর হয়ে উঠেছে আমেরিকা। এতে আরও বলা হয়, বি-১ বোমারু বিমান মোতায়েনের পদক্ষেপের মধ্য দিয়ে এ কথাই প্রমাণিত হচ্ছে যে উত্তর কোরিয়ার বিরুদ্ধে সাম্রাজ্যবাদী আমেরিকা আগাম পরমাণু হামলা করতে চাইছে।
গত কয়েকদিন আগে গুয়াম দ্বীপে কৌশলগত বোমারু বিমান মোতায়েন করা হবে বলে ঘোষণা করে আমেরিকা। ঘোষণার ঠিক ২৪ ঘন্টার মধ্যে চাঞ্চল্যক এই বিবৃতি দেয় উত্তর কোরিয়া। অবশ্য আমেরিকা এই জাতীয় মোতায়েনকে নেহাৎই গঁৎ বাঁধা পদক্ষেপ হিসেবে দাবি করেছে।
পেন্টাগন দাবি করছে, বি-৫২ বোমারু বিমানের স্থলাভিষিক্ত হবে এ সব বিমান। এদিকে, গত মাসের গোড়ার দিকে দেওয়া বিবৃতিতে আমেরিকার বিরুদ্ধে ‘দৈহিক হামলা’ চালানোর হুমকি দিয়েছিল উত্তর কোরিয়া।
কোরিয়া উপদ্বীপে মার্কিন অত্যাধুনিক থাড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা মোতায়েনকে কেন্দ্র করে এ হুমকি দেওয়া হয়।
সানবিডি/ঢাকা/আহো