পাকিস্তানে হাসপাতালে বিস্ফোরণ, নিহত বেড়ে ৪২
আপডেট: ২০১৬-০৮-০৯ ১০:৪৩:৪৭

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ বেলুচিস্তানে একটি হাসপাতালে বোমা বিস্ফোরণে অন্তত ৪২ জন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
সোমবার প্রাদেশিক রাজধানী কোয়েটায় একটি বেসামরিক হাসপাতালে এ ঘটনা ঘটে। খবর ডন অনলাইনের।
বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বোগতি বলেছেন, সম্ভবত একজন আত্মঘাতী হামলাকারী বোমা বহন করছিল।
তিনি বলেন, ‘প্রাথমিকভাবে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতাও মনে হয়েছে। তবে ব্যক্তিগতভাবে আমি বিষয়টি তদন্ত করছি।’
সোমবার ভোরে অজ্ঞাত বন্দুকধারীরা পাকিস্তানের কোয়েটায় বেলুচিস্তান বার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট বিলাল আনওয়ার কাশিকে গুলি করে হত্যা করে।
পুলিশ জানিয়েছে, আনওয়ার কাশির লাশ ওই হাসপাতালে নেয়া হলে সেখানে বিপুলসংখ্যক আইনজীবী ও সাংবাদিক জড়ো হন। এরপরই সেখানে বোমার বিস্ফোরণ ঘটে।
হতাহতদের বেশিরভাগই সাংবাদিক ও আইনজীবী বলে জানা গেছে।
নিরাপত্তা বাহিনী পুরো হাসপাতাল ঘিরে রেখে অভিযান চালাচ্ছে বলে স্থানীয় টেলিভিশন খবর দিয়েছে।
হামলার পর কোয়েটায় সব হাসপাতালে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আহতদের ওই হাসপাতাল থেকে অনত্র নিয়ে চিকিৎসা দেয়া হচ্ছে।
বেলুচিস্তান প্রদেশের সিনিয়র প্রশাসক আকবার হারিফাল বলেন, সোমবার সকালে পৃথক এক ঘটনায় গুলিতে নিহত হন আনওয়ার কাশি। এ ঘটনার প্রতিবাদে হাসপাতালে জড়ো হন অনেক আইনজীবী ও সাংবাদিক। সেখানেই বোমা বিস্ফোরিত হয়।
পাকিস্তানের টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়, বোমা বিস্ফোরণের পরপরই হাসপাতালে বিশৃংখলা দেখা দেয়।
শাহজাদ খান নামের আজ টিভির এক ক্যামেরাম্যান বিস্ফোরণে নিহত হয়েছেন। এছাড়া বিস্ফোরণে ডনের ফটোসাংবাদিকও গুরুতর আহত হয়েছেন।
তবে এখন পর্যন্ত হাসপাতালে বোমা হামলায় দায় কোনো গোষ্ঠী স্বীকার করেনি।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













