টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-১৫ ১৪:৩৭:৪৩
তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ছয় উইকেটে জিতেছে বাংলাদেশ। তাই টাইগারদের আজ সাগরিকায় লড়াইয়ে সিরিজ জয়ের মিশন। আজকের ম্যাচ জিতলেই ঘরের মাঠে লঙ্কানদের বিপক্ষে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। ইতোমধ্যেই অনুষ্ঠিত হয়েছে টস। টানা দুই ম্যাচেই টসে হারলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
শুক্রবার (১৫ মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। একাদশে একটি পরিবর্তন এনেছে শ্রীলঙ্কা। তবে কোনও পরিবর্তন আনেনি বাংলাদেশ। উইনিং কম্বিনেশন নিয়েই মাঠে নামছে শান্তর দল।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ এই সিরিজের আগ পর্যন্ত মোট ৯টি দ্বিপাক্ষিক সিরিজ খেলেছে। যার মধ্যে ৬টিতেই লঙ্কানদের সিরিজ জয়, বাংলাদেশ জিতেছে কেবল ১টিতে, ২০২১ সালে মিরপুরে। আর ড্র হয়েছে এমন সিরিজের সংখ্যা ২টি। এবার চট্টগ্রামে ১-০’তে এগিয়ে যাওয়া বাংলাদেশের সামনে সিরিজ জয়ের হাতছানি।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিব।
শ্রীলঙ্কা একাদশ: আভিস্কা ফার্নান্দো, পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (অধিনায়ক), সাদিরা সামারাবিক্রমা, চারিথ আসালাঙ্কা, জেনিথ লিয়ানাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিথ ওয়াল্লাগে, প্রমোদ মাদুশান, লাহিরু কুমারা, দিলশান মাদুশঙ্কা।
এম জি