‘খালেদা জিয়ার সাজা স্থগিতের আবেদন প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে’
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৪-০৩-২১ ১৬:০৪:০৭
সরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগের শর্তেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের বিষয়টি পর্যালোচনা করে আবারও প্রধানমন্ত্রীর কাছে পাঠানো হবে। আবারও নির্বাহী আদেশ আসলে প্রজ্ঞাপন জারি হবে। তবে বলা যায় আদেশে কোন পরিবর্তন হবে না।
বৃহস্পতিবার (২১ মার্চ) ঢাকা বিভাগের ২৪টি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রকে আর্থিক পুরস্কার প্রদান অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান খান কামাল বলেন, আইনমন্ত্রী আমাদের ফাইলটি ফেরত পাঠিয়েছেন। কোনো আইনি জটিলতা নেই। এখন আমরা প্রধানমন্ত্রীর কাছে ফাইলটি পাঠাব। তিনি সম্মতি দিলে আমরা একটি জিও করে পরবর্তী ব্যবস্থা নেব। সবকিছুর প্রসেস চলছে।
তাহলে কি সাজা ছয় মাসই মওকুফ থাকছে- জানতে চাইলে তিনি বলেন, যেভাবে আমরা দিয়ে এসেছি আগে, সেভাবেই চলবে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মাদকের কারণে নতুন প্রজন্ম, যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পরিস্থিতি আশঙ্কাজনক। দেশে মাদকের চালন আসা বন্ধে আইনশৃঙ্খলা বাহিনী ও বিজিবি দায়িত্ব পালন করছে। মাদক প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, মাদক প্রতিরোধ বা চোরাচালান নিয়ন্ত্রণ মুশকিলের বিষয় হয়ে গেছে।
এম জি