চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন অলরাউন্ডার সাকিব আল হাসান। তাকে জায়গা করে দিতে টেস্ট না খেলেই বাদ পড়েছেন তাওহিদ হৃদয়।
এদিকে প্রথম টেস্টের দলে থাকলেও একাদশে জায়গা হয়নি পেসার মুশফিক হাসানের। বাঁ অ্যাঙ্কেলের ইনজুরিতে ছিটকে পড়েছেন তিনি। তার পরিবর্তে স্কোয়াডে এসেছেন হাসান মাহমুদ।
মঙ্গলবার (২৬ মার্চ) শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য এমন পরিবর্তন এনে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
টি-টোয়েন্টি, ওয়ানডের পর টেস্ট; শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের স্কোয়াডে থাকবেন না বলে ছুটি নিয়েছিলেন সাকিব। মূলত চোখের ইনজুরির কারণে তিনি বিশ্রাম নিয়েছিলেন। কিন্তু শেষদিকে এসে হঠাৎ সিদ্ধান্ত বদলে টেস্টে খেলার ইচ্ছাপ্রকাশ করেন টাইগার অলরাউন্ডার। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ও বোর্ড পরিচালকরাও সাড়া দেন।
তাই দ্বিতীয় টেস্টের দলে সাকিব ফিরবেন, সেটা আগেই প্রায় নিশ্চিত ছিল। তার দলে ফেরাতে প্রথম টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তাওহীদ হৃদয়। মুশফিকুর রহিম ইনজুরিতে পড়ায় সাদা পোশাকের দলে ডাক পেয়েছিলেন তিনি। তবে অভিষেকটা হয়নি ২৩ বছর বয়সী এ ব্যাটারের।
এদিকে পেসার মুশফিক হাসানের পরিবর্তে দ্বিতীয় টেস্টের স্কোয়াডে ডাক পেয়েছেন আরেক পেসার হাসান মাহমুদ। দেশের হয়ে সাদা পোশাকে অভিষেকের অপেক্ষায় আছেন তিনি।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে সিলেটে ৩২৮ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টটি চট্টগ্রামে অনুষ্ঠিত হবে আগামী ৩০ মার্চ। অভিজ্ঞ সাকিবের অন্তর্ভূক্তিতে শেষ টেস্টে ঘুরে দাঁড়িয়ে সিরিজ সমতায় ফিরতে চায় বাংলাদেশ।
বাংলাদেশের স্কোয়াড: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুমিনুল হক সৌরভ, সাকিব আল হাসান, শাহাদাত হোসেন দীপু, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নাহিদ রানা ও হাসান মাহমুদ।
এএ