আরও দুর্বল হয়ে পড়ছেন ট্রাম্প
প্রকাশ: ২০১৬-০৮-১০ ১০:৫৬:০৯

কেবল ইসলাম বিদ্বেষীই নন একরোখা মনোভাবের জন্যও রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প খুব দ্রুতই বন্ধুহীন হয়ে পড়ছেন।দেখে শুনে যারা ভোট দেয়ার পক্ষে তাদের মন থেকেই শুধু নয়, নিজ দলের রথি-মহারথিরাও তাঁর কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছেন কোনো রকম বিলম্ব না করেই।
সবশেষ রিপাবলিকান দলের প্রভাবশালী সিনেটর হিসাবে পরিচিত সুসান কলিন্স সোমবার ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে ট্রাম্পকে ভোট না দেয়ার ঘোষণা দিয়েছেন। এছাড়া দলের নির্বাচনী তহবিলের যোগানদাতারাও ট্র্রাম্পের কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে শুরু করেছন। তারা এখন ডেমোক্রেট দলের প্রার্থী হিলারি ক্লিনটনের দিকে ঝুঁকেছেন।ফলে হিলারির জনপ্রিয়তা বাড়ার সঙ্গে তাঁর তহবিলও ভারি হতে শুরু করেছে।
এছাড়া রিপাবলিকান শিবিরের সাবেক বাঘা বাঘা অন্তত ৫০ জন নিরাপত্তা বিশেষজ্ঞ বিবৃতি দিয়ে ট্রাম্পকে ভোট না দেয়ার প্রতিজ্ঞা করেছেন। তারা বলেছেন, ট্রাম্প বিপজ্জনক প্রার্থী।শেষ পর্যন্ত তিনি যদি প্রেসিডেন্ট নির্বাচিত হনই তাহলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তিনিই হবেন সবচেয়ে অবিবেচক প্রেসিডেন্ট।প্রাইমারি নির্বাচনের শেষের দিকে ট্রাম্পকে কিছুটা নমনীয় মনে হলেও সম্প্রতি তাঁর সেই একরোখাভাব আরও যেন বেড়েছে।
দলের চূড়ান্ত মনোনয়ন পাওয়ার লড়াইয়ে যেসব ধনকুবের রিপাবলিকান প্রার্থীদের অনুদান দিয়েছেন ট্রাম্পের কারনে তারাই এখন ডেমোক্র্যাট দলের প্রার্থী হিলারি ক্লিনটনকে অর্থ সহায়তা দিচ্ছেন। নিজ দলের মনোনীত প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বেপরোয়া মনোভাবের কারণেই এই কাজটি তারা করছেন।
মার্কিন নির্বাচনে সাধারণত ডোনাররা প্রথম দিকে যে দলের প্রার্থীকে অনুদান দেন তারাই দলের চূড়ান্ত মনোনিত প্রার্থীকে অনুদান দেয়া অব্যাহত রাখেন। কিন্তু এবারের প্রেসিডেন্ট নির্বাচন ব্যতিক্রমই বলতে হবে।
রিপাবলিকান শিবির থেকে মুখ ফিরিয়ে সেইসব ডোনাররা এখন ডেমোক্র্যাট শিবিরে ঝুঁকে পড়ায় হিলারির অনুদান বাড়তে শুরু করেছে। প্রাথমিক পর্বের ভোটেও অনুদান অনেকটা একই রকম ছিল।এটা ক্রমেই বাড়ছে।
প্রাথমিক পর্যায়ে রিপাবলিকান দলের ঝরে পড়া প্রার্থীদের অনুদান দাতাদের কাছ থেকে হিলারি পেয়েছিলেন ২২ লাখ মার্কিন ডলার। যা ট্রাম্পের চেয়ে ছয় লাখ ডলার বেশি।
এদিকে সোমবার বিকালে ওয়াশিংটন পোস্টে এক নিবন্ধে সুসান কলিন্স নামের প্রভাবশালী নারী সিনেটর ট্রাম্পকে কেন ভোট দেবেন না তার ব্যাখ্যা দেন।তিনি বলেছেন, ট্রাম্পকে ভোট দেয়া আমার পক্ষে অসম্ভব। তিনি এরই মধ্যে নিজেকে অযোগ্য হিসাবে দাঁড় করিয়েছেন।তার এই বক্তব্য রিপাবলিকান শিবিরে এই বার্তাই পৌঁছে দিবে যে, ট্রাম্পকে পরিহার করাটাই হবে নিরাপদ। তার এই অবস্থান রিপাবলিকান শিবিরে ট্রাম্পবিরোধীদের অবস্থানকে আরো সুসংহত করবে।তাছাড়া রিপাবলিকান দলের বিভেদ ভুলে নিজেদের মধ্যে ঐক্য গড়ে তোলার যে ডাক দেয়া হয়েছিল তাতেও হোচট খাবে।
রিপাবলিকান শিবিরের অর্ধশত নিরাপত্তা বিশেষজ্ঞ ট্রাম্প সম্পর্কে আরো কড়া মন্তব করেছেন। তারা এক বিবৃতিতে বলেছেন, ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে অযোগ্য। তিনি নির্বাচিত হলে রাষ্ট্রীয় নিরাপত্তা সংকটে পড়বে। প্রেসিডেন্ট হওয়ার মতো চরিত্র, মূল্যবোধ ও জ্ঞান কোনোটাই তার নেই। তিনি নির্বাচিত হলে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে অবিবেচক প্রেসিডেন্ট হবেন।’ সূত্র: নিউইয়র্ক টাইমস।







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













