সিনে পর্দায় একসঙ্গে দেখা যাবে অমিতাভ-আমিরকে

প্রকাশ: ২০১৬-০৮-১০ ১০:৫৯:৪০


amitab-amirপ্রথম বারের মতো একসঙ্গে অমিতাভ-আমির। বলিউডের দুই প্রজন্মের দুই তারকা। দেশ-বিদেশে তাদের নাম ও সুখ্যাতি। এই নিয়ে বলিউড জগতে চলছে হৈচৈ। একজনকে বলা হয় বিগ-বি। অন্যজন মিস্টার পারফেক্টশনিস্ট নামে খ্যাত।

দীর্ঘ ক্যারিয়ারে দুজনের কেউই একসঙ্গে অভিনয় করেননি সিনেমায়। তবে এবার সিনে পর্দায় দেখা মিলবে এ দুই তারকাকে। বলা হচ্ছে কিংবদন্তী অভিনেতা অমিতাভ বচ্চন ও সুপারস্টার আমির খানের কথা।

একসঙ্গে পর্দায় আসছেন তারা এমন খবরই জানাচ্ছে মিড ডে। সম্প্রতি পত্রিকাটির এক খবরে জানা গেছে, এই দুই অভিনেতাকে জুটিবদ্ধ করার দায়িত্ব হাতে নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান জশ রাজ ফিল্মস।

এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ঘোষণা না দিলেও প্রতিষ্ঠানটির প্রযোজক আদিত্য চোপড়া সংবাদমাধ্যমে এমনই আভাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, অমিতাভ ও আমির দুজনের সঙ্গে আলাদাভাবে কথা হয়েছে। সে সঙ্গে দুজনই সম্মতি জানিয়েছেন একই ছবিতে কাজ করার ব্যাপারে।

এ ব্যাপরে চূড়ান্তভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হবে বলেও নিশ্চিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠানটি। সব ঠিক থাকলে দুই তারকার ভক্তকুলের অপেক্ষার অবসান ঘটবে খুব শিগগিরই।
অমিতাভ ও আমিরকে নিয়ে যশ রাজ ফিল্মস যে ছবিটি নির্মাণ করবে সেটি পরিচালনার দায়িত্ব পালন করবেন বিজয় কৃষ্ণা আচার্য।

সানবিডি/ঢাকা/এসএস