

হার দিয়েই রিও অলিম্পিক মিশন শুরু করেছিল আর্জেন্টিনা। ‘ডি’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের কাছে তারা পরাস্ত হয়েছিল ২-০ গোলের ব্যবধানে। এতে বড়সড় এক ধাক্কা খেয়েছিল তারা।
দ্বিতীয় ম্যাচে অবশ্য সমর্থকদের হতাশ করেননি জুনিয়র মেসিরা।
১০ জনে পরিণত হওয়া দল নিয়েও আলজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে অলিম্পিকের দ্বিতীয় রাউন্ডে ওঠার আশা টিকিয়ে রাখে আর্জেন্টিনা। গ্রুপপর্বের শেষ ম্যাচে হন্ডুরাসের মুখোমুখি হবে আর্জেন্টিনা।
ম্যাচটি মাঠে গড়াবে আজ রাত ১০টায়। আজ জিতলেই কোয়ার্টার ফাইনালে উঠে যাবেন মেসির উত্তরসূরিরা। ড্র কিংবা হারলেই বিদায় নেবে তারা!